ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৩৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ২৫৪ জন: অধিকার

repoter

প্রকাশিত: ০১:০০:০৮অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:০০:০৮অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ২৫৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। এ সময় এ ধরনের সহিংসতায় আহত হয়েছেন ৮ হাজার ২৯৬ জন। অধিকার শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত তাদের ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদন অনুযায়ী, আগস্টের প্রথম পাঁচ দিনেই রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারান সর্বোচ্চ ৯৩ জন। আর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর (৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর) রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ৫২ জন।

অধিকার আরও জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১ হাজার ৫৮১ জন। এ সংখ্যা বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী ও জাতীয় নাগরিক কমিটির তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। অধিকার উল্লেখ করেছে যে, তারা ওই সময়ের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত এবং তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

তাদের প্রতিবেদনে তিনটি ভাগ রয়েছে:

  • প্রথম ভাগে (ক) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ের ঘটনা ও তৎকালীন সরকারের কার্যক্রম।
  • দ্বিতীয় ভাগে (খ) ৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের অধীনে পরিস্থিতি।
  • তৃতীয় ভাগে (গ) ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।

অধিকার উল্লেখ করেছে, চলতি বছরের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো কার্যকর সরকার ছিল না।

প্রতিবেদনে জানানো হয়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে গণপিটুনিতে ৬৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ জন এবং ৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

অধিকারের প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যম ও মানবাধিকারকর্মীদের পাঠানো তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

repoter