ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৫০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ২৫৪ জন: অধিকার

repoter

প্রকাশিত: ০১:০০:০৮অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:০০:০৮অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ২৫৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। এ সময় এ ধরনের সহিংসতায় আহত হয়েছেন ৮ হাজার ২৯৬ জন। অধিকার শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত তাদের ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদন অনুযায়ী, আগস্টের প্রথম পাঁচ দিনেই রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারান সর্বোচ্চ ৯৩ জন। আর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর (৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর) রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ৫২ জন।

অধিকার আরও জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১ হাজার ৫৮১ জন। এ সংখ্যা বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী ও জাতীয় নাগরিক কমিটির তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। অধিকার উল্লেখ করেছে যে, তারা ওই সময়ের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত এবং তালিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

তাদের প্রতিবেদনে তিনটি ভাগ রয়েছে:

  • প্রথম ভাগে (ক) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ের ঘটনা ও তৎকালীন সরকারের কার্যক্রম।
  • দ্বিতীয় ভাগে (খ) ৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের অধীনে পরিস্থিতি।
  • তৃতীয় ভাগে (গ) ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।

অধিকার উল্লেখ করেছে, চলতি বছরের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো কার্যকর সরকার ছিল না।

প্রতিবেদনে জানানো হয়, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে গণপিটুনিতে ৬৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ জন এবং ৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।

অধিকারের প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যম ও মানবাধিকারকর্মীদের পাঠানো তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

repoter