ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরতের নির্দেশ

repoter

প্রকাশিত: ১২:২৬:১২অপরাহ্ন , ২০ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১২:২৬:১২অপরাহ্ন , ২০ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা: ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জন প্রার্থীর চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। আদালতের এ আদেশ অনুযায়ী, তাদের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

বিচারকদের আপিল বেঞ্চের এ রায়ের ফলে নিয়োগবঞ্চিতদের দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল। আদালতের এ রায়ের মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বলেন, ‘এটি এক দীর্ঘ আইনি লড়াই ছিল। অবশেষে সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় বহাল রেখেছেন এবং আবেদনকারীদের পক্ষে রায় দিয়েছেন। এখন সরকারকে ৯০ দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে।’

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরও এ রায়কে যুগান্তকারী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিচার বিভাগের এ সিদ্ধান্ত ন্যায়বিচারের এক অনন্য দৃষ্টান্ত। এত বছর পরেও বিচার বিভাগ এই নিয়োগবঞ্চিতদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে।’

অপরদিকে, রাষ্ট্রপক্ষে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, ‘আমরা আদালতের রায়ের কপি পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেবো।’

এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরতের বিষয়ে আপিল শুনানি শেষ হয়। এরপর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়ে রায় প্রদান করেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ২৭তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের পর নানা বিতর্কের কারণে ওই সময়ে অনেক প্রার্থী নিয়োগবঞ্চিত হন। এ নিয়ে ভুক্তভোগীরা আইনি লড়াইয়ে যান এবং দীর্ঘ ১৭ বছর ধরে তাদের এই মামলা আদালতে চলছিল। শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত তাদের পক্ষে রায় প্রদান করলেন।

আদালতের এ আদেশ বাস্তবায়নের মাধ্যমে নিয়োগবঞ্চিতদের কর্মসংস্থানের পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

repoter