ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:১০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল শুরু

repoter

প্রকাশিত: ০২:১৯:১৪অপরাহ্ন , ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০২:১৯:১৪অপরাহ্ন , ১৩ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে। পরীক্ষা পুরোনো নিয়ম অনুযায়ী পূর্ণমান এবং পূর্ণ সময়ের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে এ বছরকার পরীক্ষার সূচনা হবে। তত্ত্বীয় পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে উপস্থিত হয়ে আসন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথমে বহুনির্বাচনি পরীক্ষা এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটি পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নম্বর প্রদান করা হবে। এই নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রের মাধ্যমে বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষাকক্ষে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এ নিয়ম কঠোরভাবে পালন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে এই ঘোষণা শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য একটি স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছে।

repoter