ছবি: ছবি : সংগৃহীত
তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড ভাঙার পথে, কপ-২৯ শীর্ষ সম্মেলনে জরুরি পদক্ষেপের আহ্বান
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রার চিত্র তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীরা বলেছেন, ২০২৪ সাল হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ বছর। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা ইতোমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা ২০২৩ সালকেও ছাড়িয়ে যাবে বলে প্রায় নিশ্চিত।
আগামী সপ্তাহে আজারবাইজানে জাতিসংঘের কপ-২৯ জলবায়ু শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন বৃদ্ধিতে সম্মত হবে বলে আশা করা হচ্ছে।
সি৩এস-এর পরিচালক কার্লো বুওনটেম্পো বলেন, চলতি বছরের উষ্ণতার অন্যতম প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তন। তিনি বলেন, ‘সব মহাদেশ ও সমুদ্র উষ্ণ হচ্ছে এবং আমরা এই রেকর্ডগুলো বারবার ভাঙতে দেখতে বাধ্য।’
বিজ্ঞানীদের মতে, ২০২৪ সাল হতে যাচ্ছে প্রথম বছর, যখন বিশ্ব প্রাক-শিল্প যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি উষ্ণ হবে। এতে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে নির্গমিত কার্বন ডাই অক্সাইড অন্যতম প্রধান ভূমিকা রাখছে।
জলবায়ু বিজ্ঞানী সোনিয়া সেনেভিরত্নে কপ-২৯ শীর্ষ সম্মেলনে দেশগুলোকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পূরণে অগ্রগতি খুব ধীর গতির, যার ফলে তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে যাচ্ছে।’
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে বিশ্বজুড়ে চরম আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি করছে। স্পেনে আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যু, পেরুতে দাবানলের প্রভাব, বাংলাদেশের বন্যায় চাল ধ্বংসসহ যুক্তরাষ্ট্রে হারিকেন মিলটনের প্রভাব জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা স্পষ্ট করে তুলেছে।
repoter