
ছবি: ফাইল ছবি
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ১৪ দিনের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা অসম্ভব নয়। আজ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, "যেকোনও অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক বিষয়। সরকার চায় এটি তাদের মাধ্যমেই প্রকাশ হোক। এ নিয়ে সবার সঙ্গে আলোচনা চলছে। ছাত্ররাও চায় একটি ঐকমত্যে পৌঁছানো। ফলে ১৪ দিনের মধ্যে এটি করা সম্ভব।"
তিনি আরও বলেন, "সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। বিএনপিসহ বিভিন্ন পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। তারা লিখিত মতামতও দিচ্ছেন। তবে সংস্কার কতটা গভীর বা মৌলিক হবে, তা নিয়ে এখনও মতবিনিময় চলছে। কেউ বলছে প্রথমে মৌলিক সংস্কার প্রয়োজন, আবার কেউ বলছে নির্বাচনের প্রস্তুতি জরুরি। তবে সরকারের কাছে উভয় ক্ষেত্রই গুরুত্বপূর্ণ।"
এর আগে গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, তারা ৩১ ডিসেম্বর ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। তবে পরবর্তী সময়ে, গত সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম জানান, "জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকারই প্রকাশ করবে।"
এই প্রেক্ষাপটে, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে কাজ চলছে।
রিজওয়ানা হাসান বলেন, "বিষয়টি শুধু সরকার বা ছাত্রদের নয়, বরং বৃহত্তর জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই এমন একটি ঘোষণাপত্র প্রকাশিত হোক যা সকল পক্ষকে সন্তুষ্ট করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।"
সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, "এটি একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য সময় ও ধৈর্য প্রয়োজন। আমরা সবাইকে যুক্ত করে সঠিক পথ খুঁজে বের করার চেষ্টা করছি।"
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের সময়সীমা নিয়ে বিতর্কের মাঝেই এই ধরনের ইতিবাচক বার্তা দিয়ে রিজওয়ানা হাসান বিষয়টি নিয়ে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
repoter