ছবি: ফাইল ছবি
বিএনপি গণভোট–কেন্দ্রিক সরকার পতনের নতুন রাজনৈতিক ছক নিয়ে আন্তর্জাতিক যোগাযোগ, কূটনীতি ও মাঠ পর্যায়ের সমন্বয় জোরদার করেছে; দলের শীর্ষ পর্যায়ের পরিকল্পনা অনুযায়ী খানিকটা নরম ভাষায় গণআন্দোলনের প্রতিশ্রুতি তুলে ধরা হলেও এর লক্ষ্য অপরিবর্তিত, সেটি হলো নির্দলীয় প্রশাসনের অধীনে গণভোট ও নতুন নির্বাচন—যা তারা সরকার পরিবর্তনের ‘উত্তম বিকল্প’ হিসেবে বিবেচনা করছে বলে বৈঠকে এ সিদ্ধান্ত পুনর্ব্যক্ত হয়; পাশাপাশি বিদেশি মহলে কূটনৈতিক যোগাযোগ গত কয়েক সপ্তাহে আরও বেড়ে গেছে, বিশেষত পশ্চিমা দেশগুলোতে নির্বাচন, গণভোট ও মানবাধিকার এজেন্ডা সামনে রেখে লবিং জোরদারের আলোচনা হয়েছে; একাধিক সিদ্ধান্তের মধ্যে ছিল জামায়াতকে সামনে না এনে পূর্ণ প্রচারণা চালানো এবং এই সময়ে প্রকাশ্য মিছিল বা সহিংস চাপে না গিয়ে দীর্ঘস্থায়ী আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন, তবে প্রয়োজনে গণজাগরণ হলে তা কাজে লাগানোর কৌশলও রাখা হয়; অন্যদিকে গণভোট ধারণাকে ‘বিকল্প পথ’ হিসেবে প্রচার করা হবে বলে বৈঠকে মত হয়—যা শিগগির জনসভা, গণমাধ্যম বার্তা ও অনলাইন প্রচারণায় তুলে ধরা হবে; সব মিলিয়ে বিএনপি নেতৃত্ব মনে করছে যে আন্তর্জাতিক যোগাযোগ, রাজনৈতিক প্রচারণা, সাংগঠনিক পুনর্গঠন ও জামায়াত ফ্যাক্টরকে নীরবে ব্যবস্থাপনার সমন্বয়ই আগামী কয়েক মাস তাদের মূল কর্মপরিকল্পনা নির্ধারণ করবে।
repoter

